Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

নিবন্ধিত স্বেচ্ছাসেবী সমাজকল্যাণমূলক সংগঠনসমূহের ২০২৪-২০২৫ অর্থবছরের অনুদান প্রদান জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। পরিষদের ওয়েবসাইট www.bnswc.gov.bd তে অনলাইনে অথবা ফরম ডাউনলোড করে পূরনপূর্বক সংশ্লিষ্ট উপজেলা/ইউসিডির মাধ্যমে  আবেদন করা যাবে।


এক নজরে

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সমাজকল্যাণ মন্ত্রণালয় মানব সম্পদ উন্নয়নে উল্লেখযোগ্য ভূমিকা পালন করে আসছে। সমাজসেবা পশ্চাদপদ, অবহেলিত, সুবিধাবঞ্চিত জনগোষ্ঠির ভাগ্য উন্নয়নে নানামূখী কর্মকান্ড পরিচালনার মাধ্যমে আর্থ-সামাজিক উন্নয়ন করে যাচ্ছে। এ মন্ত্রনালয়ের অধীনে সমাজসেবা অধিদফতর সকল বিপন্ন মানুষের ঠিকানা হিসেবে বটবৃক্ষের মত দাড়িয়ে আছে। সমাজের হতদরিদ্র মানুষ নারী পুরুষ, শিশু সকলের কল্যাণে রয়েছে অবারিত সুযোগ। এখানে সাহায্যপ্রার্থী কোন মানুষই শুন্য হাতে ফিরে যাচ্ছে না। এতিম, প্রতিবন্ধী, যৌনকর্মী, হিজড়া, হরিজন, বেদেদলিত কামার, কুমার, তাতী, বয়স্ক, বিধবা, মুক্তিযোদ্ধা সহ সকল বিপন্ন মানুাষ যারা কোন না কোনভাবে সুবিধাবঞ্চিত তাদের সকলের জন্য দেশব্যাপী পৃথক পৃথক কর্মসূচী রয়েছে। যা, সমাজসেবা অধিদফতর বাস্তবায়ন করে যাচ্ছে।

মাননীয় প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার নেতৃত্বে সরকার সমাজকল্যাণ মন্ত্রনালয়ের মাধ্যমে ক্ষুধা দরিদ্রমুক্ত বাংলাদেশ গড়ার রুপকল্প ২০২১ বাস্তবায়নে দারিদ্রতা দূরীকরণের লক্ষে সামাজিক নিরাপত্তা মূলক ব্যাপক কর্মকান্ডের মাধ্যমে  Social Safety Net  তৈরী করেছে। দারিদ্র সীমার সরল রেখার নীচে এখন আর কোন মানুষ অবস্থান করবে না। দেশ মধ্যম আয়ের দেশ হবে।
সমাজকল্যাণ মন্ত্রনালয় সমাজসেবা অধিদফতরের মাধ্যমে দেশের ৬৪টি জেলার উপজেলা, ইউনিয়ন, ্ওয়ার্ড, গ্রাম বাড়ী পর্যন্ত মানবসেবার যোগসূত্র (Network)  তৈরী করেছে। এ যেন বিনি সুতার মালা। 
খাগড়াছড়ি জেলা সমাজসেবা কার্যালয় মন্ত্রনালয় ও অধিদফতরের প্রণীত সকল কার্যক্রম বাস্তবায়ন করে আসছে।

আশা করা যায়, খাগড়াছড়ি জেলাবাসীর জন্য যে সেবা প্রদান করা হচ্ছে তার বার্তা জনগণের তথ্য অধিকারকে সমূন্নত রাখবে।

এক নজরে খাগড়াছড়ি পর্বত্য জেলা
  • আয়তনঃ ২৭৪৯.১৬ বর্গ কি:মি:।
  • নির্বাচনী এলাকাঃ ২৯৮ পার্বত্য খাগড়াছড়ি।
  • সংসদীয় আসনঃ ০১ টি। 
  • উপজেলাঃ ০৯টি ( খাগড়াছড়ি সদর, দীঘিনালা, পানছড়ি, মাটিরাঙ্গা, মানিকছড়ি, মহালছড়ি, লক্ষীছড়ি , রামগড় ও গুইমারা)
  • থানাঃ ০৯টি। 
  • পৌরসভাঃ ৩টি (খাগড়াছড়ি, রামগড় ও মাটিরাঙ্গা)
  • ইউনিয়নঃ ৩৮টি। 
  • মৌজাঃ ১২১টি।
  • গ্রামঃ ১৩৮৮ টি।
  •  জনসংখ্যাঃ ৬,১৩,৯১৭ জন ( পুরুষ- ৩,১৩,৭৯৭ জন এবং মহিলা- ৩,০০,১২৪ জন)
            [২০১১ সালের আদম শুমারি অনুসারে]।


জেলা সমাজসেবা কার্যালয়, খাগড়াছড়ি