Wellcome to National Portal
Main Comtent Skiped

২০২৩-২০২৪ অর্থবছরের ৪র্থ কিস্তির ভাতার  পে রোল পাঠানো হয়েছে। ভাতার অনুদানের টাকা আগামী ২৫ মে, ২০২৪ খ্রি. তারিখ থেকে সকল ভাতাভোগীর মোবাইল হিসাব নম্বরে আসা শুরু হবে । একারণে সকলের মোবইল হিসাব নম্বরটি চালু রাখার জন্য বিশেষভাবে জানানো হলো।

সমাজকল্যাণ মন্ত্রণালয়ের আওতাধীন সমাজসেবা অধিদপ্তরের কার্যক্রম নিয়ে বাংলাদেশ টেলিভিশনে প্রতিদিন সকাল  ৯.৪৫ মিনিটে সমাজদর্পণ অনুষ্ঠানটি প্রচারিত হচ্ছে।  সমাজকল্যাণ বার্তা, ডিসেম্বর/২০২৩, সংখ্যা- ০৪ (রেজিঃ ৭৩/৭৬) প্রকাশিত হয়েছে, অধিপ্তরের "গবেষণা ও প্রকাশনা" মেনুর "প্রকাশনাসমূহ" সাবমেনুতে পাওয়া যাচ্ছে । জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এঁর ১০৪ তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস ২০২৪ দেশব্যাপী উদযাপনের লক্ষ্যে আয়োজিতব্য সকল কার্যক্রম/ অনুষ্ঠানে  "বঙ্গবন্ধুর স্বপ্ন ধরে আনব হাসি সবার ঘরে " এই প্রতিপাদ্যটি উল্লেখ/ সংযোজন করার সদয় প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হলো।  সমাজসেবা অধিদপ্তর, ঢাকা এর আওতাধীন বিভাগ এবং জেলা সমূহের কর্মকর্তাদের সমন্বয়ে এপ্রিল ২০২৪ মাসের মাসিক সমন্বয় সভা আগামী ০৯ এপ্রিল ২০২৪ মঙ্গলবার সকাল ১০.০০ টায় জুম প্লাটফর্মে অনুষ্ঠিত হবে( কার্যবিবরনী গবেষণা ও প্রকাশনা মেনুতে পাওয়া যাচ্ছে)


Vision & Mission

Vision:

Create a better life for people of Bangladesh through social welfare, protection, empowerment and development for the poor and vulnerable.

Mission:

Improve the quality of life and social well-being of the people of Bangladesh through integrated and developmental social services in partnership with relevant stakeholders utilizing appropriate and available resources.

District Social Services Office, Khagrachhari