Wellcome to National Portal
Main Comtent Skiped

২০২৩-২০২৪ অর্থবছরের ৪র্থ কিস্তির ভাতার  পে রোল পাঠানো হয়েছে। ভাতার অনুদানের টাকা আগামী ২৫ মে, ২০২৪ খ্রি. তারিখ থেকে সকল ভাতাভোগীর মোবাইল হিসাব নম্বরে আসা শুরু হবে । একারণে সকলের মোবইল হিসাব নম্বরটি চালু রাখার জন্য বিশেষভাবে জানানো হলো।

সমাজকল্যাণ মন্ত্রণালয়ের আওতাধীন সমাজসেবা অধিদপ্তরের কার্যক্রম নিয়ে বাংলাদেশ টেলিভিশনে প্রতিদিন সকাল  ৯.৪৫ মিনিটে সমাজদর্পণ অনুষ্ঠানটি প্রচারিত হচ্ছে।  সমাজকল্যাণ বার্তা, ডিসেম্বর/২০২৩, সংখ্যা- ০৪ (রেজিঃ ৭৩/৭৬) প্রকাশিত হয়েছে, অধিপ্তরের "গবেষণা ও প্রকাশনা" মেনুর "প্রকাশনাসমূহ" সাবমেনুতে পাওয়া যাচ্ছে । জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এঁর ১০৪ তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস ২০২৪ দেশব্যাপী উদযাপনের লক্ষ্যে আয়োজিতব্য সকল কার্যক্রম/ অনুষ্ঠানে  "বঙ্গবন্ধুর স্বপ্ন ধরে আনব হাসি সবার ঘরে " এই প্রতিপাদ্যটি উল্লেখ/ সংযোজন করার সদয় প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হলো।  সমাজসেবা অধিদপ্তর, ঢাকা এর আওতাধীন বিভাগ এবং জেলা সমূহের কর্মকর্তাদের সমন্বয়ে এপ্রিল ২০২৪ মাসের মাসিক সমন্বয় সভা আগামী ০৯ এপ্রিল ২০২৪ মঙ্গলবার সকাল ১০.০০ টায় জুম প্লাটফর্মে অনুষ্ঠিত হবে( কার্যবিবরনী গবেষণা ও প্রকাশনা মেনুতে পাওয়া যাচ্ছে)


Citizen Charter

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার

পার্বত্য জেলা পরিষদ

জেলা সমাজসেবা কার্যালয়

খাগড়াছড়ি

www.dss.khagrachari.gov.bd


সিটিজেন চার্টার

১. ভিশন ও মিশনঃ

ভিশনঃ সমন্বিত টেকসই উন্নয়ন।

মিশনঃ উপযুক্ত ও  আয়ত্বাধীন সম্পদের সর্বোত্তমব্যবহার  করে অংশীদারিত্বের ভিত্তিতে সুসংহত ও বিকাশমান সামাজিক সেবা প্রদানের মাধ্যমে বাংলাদেশের জনগণের জীবনমানের সমন্বিত সামাজিক উন্নয়ন সাধন।

 

২. প্রতিশ্রুত সেবাসমূহ


ক) নাগরিক সেবাঃ


ক্রমিক নং

সেবার নাম

সেবা প্রদান পদ্ধতি

প্রয়োজনীয় কাগজপত্র

এবং

প্রাপ্তি স্থান

সেবামূল্য

এবং

পরিশোধ পদ্ধতি

সেবা প্রদানের সময়সীমা

দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা (নাম,পদবী,ফোন নম্বর ও ই-মেইল ঠিকানা)



তথ্য অধিকার আইন,২০০৯ অনুয়ায়ী তথ্য প্রদান

তথ্য অধিকার আইন,২০০৯ অনুযায়ী নির্ধারিত ফরমে পূর্নাঙ্গ আবেদন করতে হবে।প্রযোজ্য ক্ষেত্রে মূল্যপরিশোধ সাপেক্ষে ডাকযোগে বা ই-মেইলে চাহিত তথ্য আবেদনকারীকে প্রেরণ করতে হয়।

১.নিধারিত ‘ক’ ফরমে পূর্নাঙ্গ আবেদনপত্র


প্রাপ্তিস্থান:

www.Infocom.bd

১. A-3/A-4 সাইজের কাগজে প্রতি পৃষ্ঠা ২/-হারে ফি প্রদান করতে হয়।

২. প্রযোজ্য ক্ষেত্রেনির্ধারিত ফিকোড: ১-৩৩০১-০০০-১৮০৭ তে জমাপূর্বক ট্রেজারী চালান কপি

আবেদন প্রাপ্তির পর কার্যালয়সংক্রান্ত তথ্য ২০ কার্যদিবস

রোকেয়া বেগম

সহকারী পরিচালক ও দ্বায়িত্বপ্রাপ্তকর্মকর্তা (আরটিআই)

জেলা সমাজসেবা কার্যালয়, খাগড়াছড়ি

ফোনঃ ০২৩৩৩৩৪৩২৯৫,

dd.khagrachari@dss.gov.bd


ক্যান্সার/কিডনী/

লিভার সিরোসিস/

স্ট্রোকে প্যারালাইজড/

জন্মগত হৃদরোগী ওথ্যালাসেমিয়ায় আক্রান্ত রোগীদের এককালীন আর্থিক  অনুদান প্রদান

জেলা কমিটিতে চুড়ান্তঅনুমোদনের পর রোগী/মনোনীত ব্যক্তি/নমিনীর   অনুকূলে ৫০,০০০  টাকার  ক্রস চেক প্রদান

ক্যান্সার/কিডনী/লিভার সিরোসিস/

স্ট্রোকে প্যারালাইজড/জন্মগত হৃদরোগী ওথ্যালাসেমিয়ায় আক্রান্ত রোগীদের অনুদান প্রদান নীতিমালা,২০১৯ অনুযায়ী আবেদন ও তৎসংশ্লিষ্ট কাগজপত্র

প্রাপ্তি স্থান:

১. জেলা/উপজেলা/শহর সমাজসেবা কার্যালয়

২. www.welfaregrant.gov.bd

বিনা মূল্যে

আবেদন প্রাপ্তির পর বরাদ্দ প্রাপ্তি সাপেক্ষে ১৫ কার্যদিবস


মো: জসীম উদ্দিন

সহকারী পরিচালক

জেলা সমাজসেবা কার্যালয়, খাগড়াছড়ি

ফোন: ০২৩৩৩৩৪৩৮৫৬

dd.khagrachari@dss.gov.bd


স্বেচ্ছাসেবী সংস্থা নিবন্ধন

নিবন্ধিত স্বেচ্ছাসেবী সংস্থার অনুকূলে সনদ ইস্যু

১.সংস্থার নামের ছাড়পত্র

২.নিধারিত‘বি’ ফরমে আবেদন

৩.গঠনতন্ত্রের খসড়া কপি

৪.সংস্থার লক্ষ্য ও উদ্দেশ্য

৫.প্রস্তাবিত কার্যকরী কমিটির তালিকা

৬.সভাপতি/সাধারণ সম্পাদকের জাতীয় পরিচয়পত্রের ফটোকপি (সত্যায়িত)

৭.সভাপতি/সাধারণ সম্পাদকের পাসপোর্ট সাইজের২(দুই) কপি সত্যায়িত ছবি

৮.সাধারণ সদস্যদের নামের তালিকা

৯.৫,০০০/- নিবন্ধন ফি জমার ট্রেজারী চালান এর মূলকপি

১০.৭৫০/- ভ্যাট জমার ট্রেজারী চালান এর মূলকপি

প্রাপ্তিস্থান:

১.জেলা/উপজেলা/শহর সমাজসেবা কার্যালয়

২. www.dss.gov.bd

(১) নিবন্ধন ফি ৫০০০/- ট্রেজারী চালানকোড: ১-২৯৩১-০০০০-১৮৩৬ সোনালী ব্যাংকে জমা দিতে হবে

(২) ভ্যাট ৭৫০/- চালানকোড: ১-১১৩৩-০০২৫-০৩১১সোনালী ব্যাংকে জমা দিতে হবে

জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থা কর্তৃক    প্রতিবেদন প্রাপ্তি সাপেক্ষে ১৫ দিন

রোকেয়া বেগম

সহকারী পরিচালক

জেলা সমাজসেবা কার্যালয়, খাগড়াছড়ি

ফোন: ০২৩৩৩৩৪৩২৯৫

dd.khagrachari@dss.gov.bd

বাংলাদেশ জাতীয় সমাজকল্যাণ পরিষদ হতে  স্বেচ্ছাসেবী সংস্থাসমূহের অনুকুলে অনুদান প্রদান

জেলা সমাজকল্যাণ       কমিটির সুপারিশক্রমে  বাংলাদেশ জাতীয় সমাজকল্যাণ পরিষদ থেকে অনুদান প্রাপ্তির পর স্বেচ্ছাসেবী সংস্থার মাঝে চেক বিতরণ

১.নির্ধারিত আবেদনপত্র

২.নিবন্ধন সার্টিফিকেট এর ফটোকপি

৩.বিগত ০৩(তিন)বছরের অডিটরিপোর্ট

৪.আবেদন ফরম ফি ১০০ টাকা

৫.বাজেট প্রস্তাব


১. সংশ্লিষ্ট উপজেলা/শহর সমাজসেবা কার্যালয় হতে ১০০/- দিয়ে আবেদন ফরম সংগ্রহ করতে হবে

২. www.bnswc.gov.bd থেকে ডাউনলোড করা যাবে

জাতীয় সমাজ

কল্যাণ পরিষদ হতে অনুদানের চেক প্রাপ্তি সাপেক্ষে ০১ মাস

রোকেয়া বেগম

সহকারী পরিচালক

জেলা সমাজসেবা কার্যালয়, খাগড়াছড়ি

ফোন: ০২৩৩৩৩৪৩২৯৫

dd.khagrachari@dss.gov.bd

নিউরো ডেভেলপমেন্টাল প্রতিবন্ধী শিশু ও ব্যক্তিদের এককালীন চিকিৎসা সহায়তা হিসেবে অনুদান প্রদান

১. নিউরো ডেভেলপমেন্টাল প্রতিবন্ধী সুরক্ষা বিষয়ক জেলা কমিটির সুপারিশের মাধ্যমে  নিউরো ডেভেলপমেন্টাল প্রতিবন্ধী সুরক্ষা ট্রাস্ট হতে জিটুপি পদ্ধতিতে এবং ক্ষেত্র বিশেষে চেকের মাধ্যমে অনুদানের অর্থ বিতরণ

১.নীতিমালার পরিশিষ্ট ‘খ’ অনুযায়ী নির্ধারিত আবেদন পত্র

২.সুবর্ণ নাগরিক পরিচয় পত্রের ফটোকপি

৩.অভিভাবকের জাতীয় পরিচয় পত্রের ফটোকপি

৪. অভিভাবকের বার্ষিক আয়ের প্রত্যয়ন (জনপ্রতিনিধি/প্রথম শ্রেণির সরকারি কর্মকর্তা)

৫. চিকিৎসার সমর্থনে চিকিৎসকের প্রত্যয়ন

প্রাপ্তিস্থান:

১. জেলা/উপজেলা/শহর সমাজসেবা কার্যালয়

২.www.nddtrust.gov.bd

বিনামূল্যে

নিউরো ডেভেলপমেন্টাল প্রতিবন্ধী সুরক্ষা ট্রাস্ট কর্তৃক বরাদ্দ প্রাপ্তি সাপেক্ষে ১৫ কার্যদিবস

রোকেয়া বেগম

সহকারী পরিচালক

জেলা সমাজসেবা কার্যালয়, খাগড়াছড়ি

ফোন: ০২৩৩৩৩৪৩২৯৫

dd.khagrachari@dss.gov.bd

ভিক্ষুকপুনর্বাসন ও বিকল্পকর্মসংস্থান কর্মসূচী

সমাজসেবা অধিদফতরথেকে বরাদ্দ প্রাপ্তির পরজেলা কমিটির অনুমোদনক্রমে উপজেলা/শহর সমাজসেবা কার্যালয়ের         অনুকুলে অর্থ বিভাজন

১. ভিক্ষুক পুনর্বাসন ও বিকল্প কর্মসংস্থান নীতিমালার পরিশিষ্ট ‘খ’ অনুযায়ী নিধারিতফরমে সহায়ক উপকরন/অনুদান প্রাপ্তির আবেদন

প্রাপ্তিস্থান:

১. জেলা/উপজেলা/শহর সমাজসেবা কার্যালয়



বিনামূল্যে

১৫দিন

রোকেয়া বেগম

সহকারী পরিচালক

জেলা সমাজসেবা কার্যালয়, খাগড়াছড়ি

ফোনঃ ০২৩৩৩৩৪৩২৯৫

dd.khagrachari@dss.gov.bd




খ)প্রাতিষ্ঠানিক সেবাঃ

ক্রমিক নং

সেবার নাম

সেবা প্রদান পদ্ধতি

প্রয়োজনীয় কাগজপত্র

এবং

প্রাপ্তি স্থান

সেবামূল্য

 এবং

পরিশোধ পদ্ধতি

সেবা প্রদানের সময়সীমা

দায়িত্বপ্রাপ্ত কমকতা(নাম,পদবী,ফোন নম্বর ও ই-মেইল ঠিকানা)





বেতন ভাতাদি যথাসময়ে প্রদান

সংশ্লিষ্ট আর্থিক বিধিবিধানঅনুযায়ী কর্তৃপক্ষের       অনুমোদন সাপেক্ষে

বিল, ভাউচার

প্রাপ্তিস্থান:

জেলা সমাজসেবা কার্যালয়

বিনামূল্যে


হিসাবরক্ষণ অফিস কর্তৃকবিল পাশ

রোকেয়া বেগম

সহকারী পরিচালক

জেলা সমাজসেবা কার্যালয়, খাগড়াছড়ি

ফোনঃ ০২৩৩৩৩৪৩২৯৫

dd.khagrachari@dss.gov.bd


গ) অভ্যন্তরীণসেবাঃ

ক্রমিক নং

সেবার নাম

সেবা প্রদান পদ্ধতি

প্রয়োজনীয় কাগজপত্র

এবং

প্রাপ্তি স্থান

সেবামূল্য

এবং

পরিশোধ পদ্ধতি

সেবা প্রদানের সময়সীমা

দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা (নাম,পদবী,ফোন নম্বর ও ই-মেইল ঠিকানা)

ছুটি/জিপিএফ/শ্রান্তি বিনোদন/অর্জিতছুটি/পিআরএল /পেনশন

সংশ্লিষ্ট আইন ওবিধিবিধান অনুযায়ী     কর্তৃপক্ষের অনুমোদনসাপেক্ষে

১. আবেদন

২. হিসাবরক্ষণ অফিসের প্রত্যয়ন (প্রযোজ্য ক্ষেত্রে)

৩. জি, ও এর কপি (প্রযোজ্য ক্ষেত্রে)

প্রাপ্তিস্থান:

জেলা সমাজসেবা কার্যালয়

বিনামূল্যে

সর্বোচ্চ ২০ কার্যদিবস

রোকেয়া বেগম

সহকারী পরিচালক

জেলা সমাজসেবা কার্যালয়, খাগড়াছড়ি

ফোনঃ ০২৩৩৩৩৪৩২৯৫

dd.khagrachari@dss.gov.bd







৩. অভিযোগ প্রতিকার ব্যবস্থা পদ্ধতি(GRS)সেবাপ্রাপ্তিতে অসন্তুষ্ট হলে দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তার সাথে যোগাযোগ করুন। তিনি সেবা দিতে ব্যর্থ হলে নিম্নোক্ত পদ্ধতিতে যোগাযোগ করে আপনার সমস্যা অবহিত করুন।


ক্রমিক নং

কখন যোগাযোগ করবেন

কার সঙ্গে যোগাযোগ করবেন

যোগাযোগের ঠিকানা

নিষ্পত্তির  সময়সীমা

দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা সমাধান দিতে ব্যর্থ হলে

অভিযোগ নিশ্পত্তি কর্মকর্তা (অনিক)

নাম: মোহাম্মদ মনিরুল ইসলাম

পদবী:উপপরিচালক, জেলা সমাজসেবা কার্যালয়, খাগড়াছড়ি

ফোন: ০২৩৩৩৩৪৩০৬৩

ই-মেইল:dd,khagrachari@dss.gov.bd

৩০(ত্রিশ) কর্মদিবস

GRS ফোকাল পয়েন্ট কর্মকর্তা নির্দিষ্ট সময়ে সমাধান দিতে ব্যর্থহলে

আপীল কর্মকর্তা

নাম: কাজী নাজিমুল ইসলাম

পদবী: পরিচালক, বিভাগীয় সমাজসেবা কার্যালয়, চট্টগ্রাম

ফোন:০২৩৩৩৩৬১৫১২

ই-মেইল: dssctgdiv@gmail.com

২০(বিশ) কর্মদিবস

আপীল কর্মকর্তা নির্দিষ্ট সময়ে  সমাধান দিতে ব্যর্থহলে

মন্ত্রিপরিষদ বিভাগের অভিযোগ ব্যবস্থাপনা সেল

মন্ত্রিপরিষদ বিভাগ

৬০(ষাট) কর্মদিবস


৪. আপনার কাছে আমাদের প্রত্যাশা:

ক্রমিক নং

প্রতিশ্রুত/কাঙ্খিত সেবা প্রাপ্তির লক্ষ্যে করণীয়

নির্ধারিত বিষয় ও পরিচিতি সহযোগে আবেদন জমা প্রদান

নির্ধারিত ফি পরিশোধ করা

সাক্ষাতের জন্য নির্ধারিত সময়ের পূর্বেই উপস্থিত থাকা

প্রযোজ্য ক্ষেত্রে ম্যাসেজ/ই-মেইলের নির্দেশনা অনুসরণ

সেবাগ্রহণের জন্য অনাবশ্যক ফোন/তদবির না করা

প্রয়োজন মত অন্যান্য তথ্যাদি প্রদান করা।


৫. দায়িত্বপ্রাপ্তকর্মকর্তা:

নাম

পদবী

অফিস

ফোন নম্বর

ই-মেইল ঠিকানা

মিজ রোকেয়া বেগম

সহকারী পরিচালক

জেলা সমাজসেবা কার্যালয়, খাগড়াছড়ি

ফোনঃ ০২৩৩৩৩৪৩২৯৫


dd.khagrachari@dss.gov.bd


District Social Services Office, Khagrachhari